এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ২৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আটক শীর্ষ নেতা-কর্মীদের মুক্তি, সারাদেশে গণহত্যা বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং স্বৈরাচারী সরকারের পতনের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে মিছিল ও পিকেটিং করেছে। ভোর থেকেই জোটের শরীক দলের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে। সকাল সাড়ে ৯টায় নগরীর সিমেট্রি রোড প্রেসকাব খুলনার সামনে থেকে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি মিশু কিনিকের মোড়ে এসে পৌছালে পুলিশ বন্দুক উচিয়ে ধাওয়া করে। দৌলতপুরে সকালে থানা বিএনপির সভাপতি শেখ মোশারফ হোসেন, অধ্য তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নুর নেতৃত্বে মিছিল বের হলে থানার ওসি আক্তার হোসেন মিছিলে চড়াও হয়। পরে পুলিশ ধাওয়া করে ছাত্রদল ও যুবদলের পৃথক দুটি মিছিল ছত্রভঙ্গ করে দেয়। খালিশপুর থানা বিএনপি বৈকালী মোড় থেকে সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম ও থানা বিএনপির সাধারন সম্পাদক এস এম আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে মিছিল বের করলে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি হয়। পুলিশ এখান থেকে বিএনপি নেতা বাবলুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনিরকে আটক করে নিয়ে যায়। বেলা ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে বিােভ সমাবেশ করে ১৮ দলীয় জোট। জোটের সমন্বয়কারী ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম নূরুল ইসলাম দাদু ভাই, মনিরুজ্জামান মনি, এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্তুজা, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাড. শাহ আলম, বিজেপির মহানগর সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সেন্টু, জামায়াত নেতা অ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলাল, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, ফখরুল আলম, অধ্য তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দিপু, মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, আরিফুজ্জামান আরিফ, কামরান হাসান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী মহাজোট সরকার ৪ বছরের ব্যর্থতা, দুর্ণীতি, লুটপাট, দখলবাজী, টেন্ডারবাজী, অনিয়ম ও অব্যবস্থাপনাকে চাপা দিতে শাহবাগে গণজাগরন মঞ্চ তৈরি করেছে। নাস্তিক ব্লগার, ইসলাম ধর্ম ও নবীজীকে কটুক্তিকারী ইমরান এইচ সরকারসহ তাদের দোসরদের দ্বারা প্যারালাল সরকার তৈরি করিয়েছে। মানুষকে বিভ্রান্ত করতে ইদানিং নাস্তিক ইমরানের দুই পাশে দাড়ি-টুপি ওয়ালা তথাকথিত দুই ইমামকে দাড় করিয়ে রাখছে। বক্তারা সুপ্রিম কোর্ট ও রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনকে উদাহারন দিয়ে বলেন, সারাদেশে নৌকা মার্কার ভরাডুবি শুরু হয়েছে। দুঃশাসনে নিষ্পেষিত বিুব্ধ জনতার কণ্ঠকে স্তব্ধ করতে রাজাকারের কমান্ডার মহিউদ্দিন খান আলমগীরের হুকুমে পেটোয়া পুলিশ বাহিনী সারাদেশে গণহত্যাযজ্ঞ চালাচ্ছে। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে। বক্তারা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল অফিস আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, কলকারখানা, যানবাহন চলাচল বন্ধ রেখে হরতাল সফল করার আহবান জানান।
Home | আন্তর্জাতিক | খুলনায় ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে মিছিল ও পিকেটিং এর মধ্য দিয়ে হরতাল পালিত