ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | খুলনায় হরতালে ছাত্রদলের সহ-সভাপতিসহ আটক ৩

খুলনায় হরতালে ছাত্রদলের সহ-সভাপতিসহ আটক ৩

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে পিকেটাররা ৩টি ইজিবাইক ভাংচুর করে। মৌলভীপাড়া মোড়ে এবং বার্মাসিল রোডে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হরতাল সমর্থনে খুলনা মহানগরীর ডালমিল মোড়ে স্বেচ্ছা সেবক দল জেলা শাখা এবং বার্মাসিল রোডে খুলনা মহানগর শাখা মিছিল বের করে। মঙ্গলবার সকালে যুবলীগ খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় হরতাল বিরোধী মিছিল বের করে। এদিকে হরতাল চলাকালে খুলনা মহানগরীতে হালকা যানবাহন চলাচল করলেও ভারী কোন যানবাহন চলাচল করেনি। টার্মিনাল গুলি থেকে লঞ্চ এবং ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। ব্যাংক বীমায় লেনদেন এবং অফিস আদালতে উপস্থিতি ছিল কম। ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। মঙ্গলবার সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু নেতাকর্মীদের নিয়ে অবস্থান করে। বিএনপির অফিস পুলিশ কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও করে রাখে। এছাড়া হরতালের সমর্থনে খুলনা মহানগর ও জেলায় মিছিল করে দলটির কর্মীরা। পিকেটিং করার সময় খুলনা মহানগরীর ইকবাল নগর মোড় থেকে খুলনা মহানগর সহ-সভাপতি মশিউর রহমান যাদু ও কমার্স কলেজ ছাত্রদলের নেতা শামীম আশরাফকে আটক করেছে পুলিশ। দলীয় সূত্র জানায়, যুবলীগের কতিপয় দুর্বৃত্ত মশিউর রহমান যাদু এবং শামীম আশরাফকে বেদম মারপিট করে পুলিশে সোপর্দ করে। পেশাগত দায়িত্ব পালনকালে যুবলীগের হামলায় এস এ টিভির ক্যামেরাম্যান রকিবুল ইসলাম মতি আহত হয়। খুলনা মহানগরীর খালিশপুরে পিকেটিং করার সময় তুহিন নামের এক ছাত্রদল নেতাকে পুলিশ আটক করে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...