এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সামাজিক কমিটি দেশব্যাপী জামায়াত শিবির কর্তৃক জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনার, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাংচুর, অগ্নিসংযোগের এবং নৈরাজ্যেও প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আহবায়ক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বক্তৃতা করেন, খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান, খুলনা প্রেসকাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, হুমায়ুন কবীর ববি, এস এ রশিদ, এইট এম শাহাদাৎ, মফিদুল ইসলাম, কামরুজ্জামান জামাল, মফিদুল ইসলাম টুটুল, এফ এম ইকবাল, ফজলুর রহমান, রফিকুল ইসলাম খোকন ও জনার্দন দত্ত নান্টু। সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দালাল আইনে জামায়াত শিবিরের বিচার কাজ শুরু করেছিলেন। এই চক্রটি তাকে হত্যা করে বিচার কার্য নস্যাৎ করে। ওই সময় এই বিচার সম্পন্ন হলে আজ রাজপথে দাড়িয়ে মানব বন্ধন করতে হতো না। মাওলানা সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর বিএনপির সহযোগিতায় জামায়াত শিবির দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। সকলকে এক হয়ে এদের প্রতিহত করার আহবান জানান।