এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সেলিম উদ্দিনকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিবির খুলনা মহানগরী শাখা শনিবার নগরীর শান্তিধাম মোড় হতে বিােভ মিছিল বের করে। মিছিলটি খুলনা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে সংপ্তি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খুলনা মহানগরী সেক্রেটারী আজিজুল ইসলাম ফারাজীর নেতৃতে মিছিলে উপস্থিত ছিলেন, সাংগাঠনিক সম্পাদক মিম মিরাজ হোসাইন, নাজমুল হুসাইন , মহিউল ইসলাম, হাদিসুর রহমান, তারিকুর রহমান, আব্দুল বারিক, হুমায়ূন কবীর,এ কে এ তানজিল, আব্দুর রাজ্জাক, ওবায়দুর রহমান, আব্দুর রব, আঃ আল-মামুন, ইমরান হুসাইন, হাসান মামুনুর রহমান, আবু বকর সিদ্দিক প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে আজিজুল ইসলাম ফারাজী বলেন, আওয়ামী সরকার মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বিশ্ব বরেণ্য আলেম মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রহসনের ফাঁসির রায় ঘোষনা করার পর এদেশের সাধারণ মানুষ জীবন দিয়ে প্রতিবাদ জানিয়েছে। শতাধিক মানুষ তাদের প্রাণ উৎসর্গ করার মধ্য দিয়ে প্রমান করেছে ইসলামী ব্যক্তিত্বদের উপর অবিচার মেনে নেবে না। বাকশালী সরকার শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ সেলিম উদ্দিনকে অন্যায়ভাবে গ্রেফতার করে জামায়াতকে নেতৃত্বশুন্য করার পায়তারা চালাচ্ছে কিন্তু সে ইচ্ছা আওয়ামীলীগকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি অবিলম্বে সেলিম উদ্দিনসহ জামায়াত শিবিরের সকল নেতা কর্মীকে মুক্তি দিয়ে সংঘাতের রাজনীতি পরিহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান।