ব্রেকিং নিউজ
Home | শিক্ষা | খুলনায় যানজটে পরীক্ষার্থীদের ভোগান্তি

খুলনায় যানজটে পরীক্ষার্থীদের ভোগান্তি

সুমন কর্মকার, খুলনা ঃ সারাদেশের মতো খুলনায় রোববার সকাল ১১টা থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। তবে প্রথম দিনেই মহানগরীর ক্ষুদে পরীক্ষার্থীদের যানবাহন সঙ্কট ও যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে। একারণে অনেকেই সময়মতো পৌঁছাতে পারেনি পরীক্ষার কেন্দ্রে। আবার কেউ কেউ পৌঁছেছে পায়ে হেঁটে। অভিভাবকেরা অভিযোগ করেন, রাস্তায় প্রচন্ড জ্যাম, পরীক্ষা কেন্দ্রে আসতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে ঘর থেকে বের হলেও রিকশা, অটো সঙ্কট ও অতিরিক্ত ভাড়া দাবি করায় বিড়ম্বনায় পড়তে হয়েছে। এাছাড়া, অনেকে পরীক্ষার কেন্দ্রের সামনে প্রাইভেটকার, মোটরসাইকেল, নিয়ে এসে বাচ্চাকে গাড়ি থেকে নামাচ্ছেন। এতে অন্য বাচ্চাদের কেন্দ্রে প্রবেশ করতে কষ্ট করতে হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তথ্যমতে, খুলনায় এবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১১৮ টি কেন্দ্রে ৪০ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ৩৬ হাজার ৭৯৩ জন এবং ইবতেদায়িতে ৩ হাজার ৩৯৫ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার এ প্রতিবেদক জানান, সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, পরীক্ষা শেষ হবে ১.৩০মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

স্কুলের মালামাল বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার বনতিয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল বিক্রি ...

চুয়েটে তিনদিনব্যাপী পুরকৌশল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ...