Home | আন্তর্জাতিক | খুলনায় পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

খুলনায় পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১০ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : পেশাজীবী সমন্বয় পরিষদ, খুলনার প থেকে চলমান বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে রবিবার খুলনার বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও হাসপাতাল সমূহের চিকিৎসক ও ছাত্রদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ রবিবার খুলনা সদর হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারী বি. এল. কলেজসহ বিভিন্ন স্কুল এর চিকিৎসক, শিক, শিার্থীদের সাথে মত বিনিময় করেন। এছাড়া, সন্ধ্যায় বি.এম.এ ভবনে বিভিন্ন শ্রমিক সংগঠন ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথেও মত বিনিময় করা হয়। মত বিনিময় সভায় পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, যুগ্ম আহবায়ক ডাঃ শেখ বাহারুল আলম, সদস্য সচিব ড. অনির্বাণ মোস্তফা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান, প্রফেসর ড. আফরোজ পারভীন, প্রকৌঃ শিশির কুমার শীলসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ শিার্থীদের আগামী ১১ মার্চ সোমবার মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাতসহ রাজনৈতিক শক্তির রাজনীতি নিষিদ্ধ, জাতীয় পতাকা ও শহীদ মিনার অবমাননা এবং মিথ্যা প্রচারের মাধ্যমে ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে ঘৃনা এবং প্রতিবাদ মিছিলে যোগদানের জন্য আহ্Ÿান জানান। খুলনার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে সোমবার সকাল ১০টায় খুলনা মহানগরীর শিববাড়ী চত্বরে সমবেত হয়ে পরে মিছিলসহ রাজপথ প্রদণি করে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের পাদদেশে শপথ গ্রহণের মাধ্যমে শেষ হবে।

x

Check Also

জরিপে বিজেপির পতনের আভাস

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বুথফেরত জরিপ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ...

তুরস্কে আঘাত করলে প্রতিটি রক্তবিন্দুর খেসারত দিতে হবে: এরদোগান

ইন্টারন্যাশনাল ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খুনিরা ...