এম শিমুল খান,খুলনা প্রতিনিধি, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মহানগর শিবির মিছিল বের করে মিছিলটি গল্লামারী এলাকায় পৌছালে পুলিশ বাধা দেয়। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ গুলি ও রাবার বুলেট নিপে করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা বিস্তারিত জানা যায়নি। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গল্লামারী থেকে জামায়াত শিবিরের একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে ল্েয করে ১৫/২০ টি বোমা নিপে করা হয়। এতে কনস্টবল নুরুজ্জামান আহত হন। তাকে প্রাথমিকভাবে খুলনা কিনিকে পাঠানো হয়েছে।