এম শিমুল খান,খুলনা প্রতিনিধি, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, টিয়ারসেল নিপে ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। বিুব্ধ কর্মীরা পুলিশকে ল্য করে পাল্টা ইটপাটকেল নিপে করে। এ সময় বিএনপির ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়। শনিবার বিকেল পৌনে ৬টায় খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর তা ফেরিঘাট মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ বৃষ্টির মতো গুলি করেছে বলে প্রত্যদর্শীরা জানায়। কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী নির্বিচারে গুলি করে মানুষ হত্যা বন্ধ করা, দেশব্যাপী জুলুম-নির্যাতন, অগ্নিসংযোগ, গ্রেফতার এবং গণহত্যার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিকেলে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করে বিএনপি। নজরুল ইসলাম মঞ্জু এমপির নেতৃত্বে মিছিলটির অগ্রভাগ যখন ফেরিঘাট মোড়ে পৌছেছে সে সময় মিছিলের শেষ অংশ ছিল ডাকবাংলো মোড়ে। হঠাৎ করে কতিপয় বহিরাগত যুবক লাঠি নিয়ে মিছিলের পেছনে হামলা করে। তারা কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায়, আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ল্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। মুহুর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। পেছন থেকে সদর থানা পুলিশ এবং সামনে থেকে ওসি এস এম কামরুজ্জামানের নেতৃত্বে সোনাডাঙ্গা থানা পুলিশ মিছিল ল্য করে গুলিবর্ষণ করতে থাকে। মুহুর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিুব্ধ যুবদল কর্মীরা পুলিশকে ল্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশের গুলিতে ও টিয়ারসেলে যুবদল নেতা জাকির মুন্সি, নুরুল আলম নুরু, এমরান, জসিম, বেল্লাল, সুমন, হালিম, জুলফিকার, ভুট্ট, জিয়া, শাহিন ও আমিনসহ ১৫/২০ জন আহত হয়। এদের মধ্যে অনেকেই ছররাবিদ্ধ হন। নগরীর একেবারে প্রাণকেন্দ্রে এ ধরনের হামলার ঘটনায় চরম আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে এবং আশেপাশের ঘরবাড়িতে ব্যাপক তল্লাশী চলছে। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি অভিযোগ করেন, পুলিশ সম্পূর্ন উদ্দেশ্যমূলকভাবে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। মিছিলে বহিরাগতদের হামলা প্রতিরোধে তারা দায়িত্ব পালন না করে নির্বিচারে গুলি করে আমাদের ১৫/২০ জন নেতাকর্মীকে আহত করেছে। এ বিষয়ে খুলনা থানায় যোগাযোগ করা হলেও কোন তথ্য দিয়ে সহায়তা করা হয়নি।
Home | আন্তর্জাতিক | খুলনায় পুলিশ-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ২০ মিছিল ল্য করে বৃষ্টির মতো গুলি ছুড়েছে পুলিশ