সুমন কর্মকার, খুলনা ঃ খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকা থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ ১৪জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে পাঁচটি ককটেল পাওয়া যায়। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল বিডিটুডে২৪কে জানান, গোপন বৈঠকের সময় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের আটক করা। থানায় রেখে তাদের প্রাথমিকভাবে জ্ঞিাসাবাদ করা হচ্ছে।
