এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, মন্দিরে আগুন এবং বাড়ীঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফুলতলা শহীদ আসাদ রফি গ্রন্থাগারে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বি এম এ সালাম, ফুলতলা এম এম কলেজ পরিচালনা পরিষদেও সভাপতি মো: আসলাম খান, সমাজ সেবক আনছার আলী মোল্যা, গাজী নওশের আলী, নাট্য লেখক ও গীতিকার প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, শেখ রওশন আলী, কামরুজ্জামান নান্নু, প্রগতিশীল ছাত্র নেতা প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, মহাশ্মশানের সভাপতি গোপাল চন্দ্র কন্ডু, ডা: রাম চন্দ্র স্বর, ডা: কৃষ্ণপদ সুর, প্রনব বসু, সাবেক শিক সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, ফুলতলা রিপোর্টার্স কাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাবেক ছাত্রনেতা এস কে মিজানুর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী পবিত্র সাহা, অপূর্ব দত্ত, মাষ্টার অমরেন্দনাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, তুষার সরকার, প্রভাষক অলিপ বিশ্বাস, উদয়শংকর কুন্ডু, ডা: বিকাশ চন্দ্র রায়, বিশ্বানাথ মন্ডল, বিদ্যুৎ কুমার স্বরসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এদেশ সকলের। তাই কোন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় হামলা হলে বাংলার জনগণ কখনও তা মেনে নেবে না।
Home | আন্তর্জাতিক | খুলনার ফুলতলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত