ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | খুলনার পাইকগাছার পল্লীতে পরকিয়ার জের ধরে লিঙ্গ হারাতে বসেছিল বিরেন

খুলনার পাইকগাছার পল্লীতে পরকিয়ার জের ধরে লিঙ্গ হারাতে বসেছিল বিরেন

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনার পাইকগাছার পল্লীতে পরস্ত্রী ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারাতে বসেছিল বিরেন। ঘটনাটি গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বামনেরআবাদ গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লতা (বামনেরআবাদ) গ্রামের মৃত নিরোধের লম্পট পুত্র বিরেন দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী জনৈকা মহিলাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল। যা নিয়ে ইতিমধ্যে গ্রাম্য সালিশ বিচারও হয়েছে। তবে থেমে থাকেনি লম্পট বিরেন। গত ১৪ মার্চ গভীর রাতে জনৈকা মহিলাকে বাড়ীতে একা পেয়ে লম্পট বিরেন কৌশলে তার ঘরের মধ্যে প্রবেশ করে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন ইজ্জত রার্থে পাশে থাকা ব্লেড নিয়ে বিরেনের লিঙ্গ কর্তনের চেষ্টা করে। ব্লেডের আঘাতে বিরেনের লিঙ্গের অংশ বিশেষ কেটে গিয়ে রক্তাক্ত জখম হলে সে দৌড়ে পালিয়ে যেতে সম হয়। বর্তমান আহত বিরেন লোকলজ্জার ভয়ে এলাকার ডাক্তার দ্বারা চিকিৎসা নিচ্ছেন এবং মহিলাকেজ দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় ভূক্তভোগী মহিলা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...