এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনার কপিলমুনিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবস উদ্যাপন করেছে কপিলমুনি মেহেরুূন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। এ ল্েয রবিবার সকাল ৮ টায় বিদ্যালয় প্রঙ্গন থেকে র্যালী বের হয়, সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিকিা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠি হয়। এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক জি এম ওজিয়ার রহমান, শিক নিহার রঞ্জন বিশ্বাস, মাওঃ জালাল উদ্দিন প্রমুখ।