বগুড়া প্রতিনিধি : রাজশাহীর জনসভায় যোগ দেয়ার লক্ষ্যে বগুড়া ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোটনেতা বেগম খালেদা জিয়া। সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজশাহীর উদ্দেশে বগুড়া সার্কিট হাউস ত্যাগ করেন তিনি।
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনসম্পৃক্ততা বাড়াতে দেশব্যাপী সাংগঠনিক সফর ও জনসভা কর্মসূচির অংশ হিসেবে উত্তরবঙ্গ সফরের উদ্দেশে গত শনিবার বিকেলে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন।
শনিবার রাতে বগুড়া পৌঁছে সার্কিট হাউসে রাতযাপন করেন তিনি। পরদিন রবিবার দুপুরে রংপুরের উদ্দেশে বগুড়া সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম জিয়া। জনসভা শেষে বগুড়ায় ফিরে সার্কিট হাউসে রাতযাপন করেন তিনি।
সোমবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১৮ দলের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপি প্রধান। রাজশাহীর জনসভা শেষে তিনি ঢাকায় ফিরবেন বলে দলীয় সূত্র জানায়।