স্টাফ রিপোর্টার: বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) জাবেদ আলীর বক্তব্যকে গুরুতর অশালীন বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
তিনি বলেন, জাবেদ আলীর বক্তব্য শুধু কুরুচি নয় বরং বিরোধী দলীয় নেতার প্রতি অসম্মান ও গুরুতর অসদাচরণ।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে জাবেদ আলী কেবল নিরপেক্ষতাই ভঙ্গ করেননি বরং নির্বাচন কমিশনের ইতিহাসে একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পদ্মা সেতু দুর্নীতি মামলায় কানাডার আদালতে অভিযুক্ত সচিব আবুল হাসান সম্পর্কে তিনি বলেন, আস্তে আস্তে থলের বিড়াল সব বের হয়ে আসছে। আরো যা বেরুবে তা দেখে গোটা জাতি বিস্মিত হবে। প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়রাও পদ্মা সেতু দুর্নীতিতে জড়িত।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য ২৬টি মন্ত্রণালয় ও ডিপার্টমেন্টকে কাজে লাগানো হচ্ছে এমন অভিযাগ করে রিজভী বলেন, প্যারাসিটামল দিয়ে ক্যানসারের রোগ সারানো যায় না।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও তার পাশের লোকেরা যেভাবে আবোল-তাবোল ও নির্লজ্জ মিথ্যাচারের ফুলঝুড়ি ঝড়াচ্ছেন সেজন্য জনগণ ক্ষমতাসীনদের মস্তিস্কে সিটি স্ক্যানের দাবি করতেই পারে।