মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিটি হলো খানসামা উপজেলার ভেরভেরী এলাকার জগেন চন্দ্র রায়ের পুত্র যতীশ চন্দ্র রায়।
প্রত্যদর্শী সূত্রে জানাযায়, বুধবার ১১ সেপ্টম্বর সকাল ১১টার সময় ভেরভেরী এলাকার জগেনের পুত্র যতীশ ভেরভেরী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে একটি শ্যালো চালিত নসিমন ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যতীশ দিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারী বিভাগে মারা যায়। দিনাজপুর খানসামা থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কুমার সরকার বিষয়টির জানেন বলে জানান।