চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ‘কলেজ শিক্ষক হোস্টেল ও কোটি টাকার একাডেমিক ভবন-২ ও উপজেলা অডিটরিয়াম’র শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্রগ্রাম শরনার্থী বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা(এম.পি)। সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্রগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা(এম.পি) মানিকছড়ির উপজেলা পরিষদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত অডিটরিয়ামটির শুভ উদ্বোধন করেন। পরে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজে উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত শিক্ষক হোস্টেলটিও উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার, ভাইস-চেয়ারম্যান শাহিনা আক্তার, আওয়ামীলীগের সভাপতি মো.জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ম্্রাগ্য মারমা, অধ্যক্ষ মো. এনামুল হক, ছাত্রলীগ সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন,সাধারণ সম্পাদক রাজীব কুমার নাথ প্রমুখ। এ সময় কলেজ অডিটরিয়ামে ক্রীড়াশিক্ষক মো.মনির হোসেন’র সঞ্চালনা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ম্্রাগ্য মারমা‘র সভাপতিত্বে অনুষ্টিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে যতীন্দ্র লাল ত্রিপুরা(এম.পি) বলেন, আজকের সুশিক্ষিত ছাত্ররাই আগামী দিনের ভবিষৎ, তাই তাদেরকে জ্ঞান অর্জন করে দেশ ও জাতীর নেতৃত্ব দেয়ার মানসিকতা নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার পাহাড়ে শিক্ষা,স্বাস্থ্য ও অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করেছে, তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামীলীগকে সরকার গঠনে জনগনকে ভোট দিয়ে আওয়ামীলীগের পাশে থাকতে অনুরোধ করেন।