চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে “আপনারা আছেন কেমন? অন্তরঙ্গ সংলাপ” উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু শাহেদ চৌধুরী’র সভাপতিত্বে টাউন হলে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানা-ই-গুলজান এর উপস্থপনায় “আপনারা আছেন কেমন? অন্তরঙ্গ সংলাপে” বক্তব্যে রাখেন যথাক্রমে খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়–য়া, উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলী খীসা প্রমুখ।
“আপনারা আছেন কেমন?” অন্তরঙ্গ সংলাপে উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়নে সকলের প্রচেষ্ঠা থাকা উচিত এবং নারীর অগ্রযাত্রায় সকলের সহযোগীতা কামনা করে তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন গুরুত্বপুর্ণ যুগপোযোগী পদক্ষেপ গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় নারীরা রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দপ্তরে বেশ দক্ষতার সাথে কাজ করছে। এবং নারীরা এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্বল করছে। নারীকে সকল বৈষম্য পেরিয়ে এগিয়ে যেতে হলে সকলের সহযোগীতা অবশ্যই প্রয়োজন বলে মনে করেন তিনি।
অন্তরঙ্গ সংলাপে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান থুইহলাঅং মারমা, ১নং সদর ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্র“ চৌধুরী, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্ত শীল চাকমা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আ,ন,ম মাসুম হোসেন ও আলেম ওলামা, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন পেশার নারী ও পুরুষ।