খাগড়াছড়ি প্রতিনিধি,৩১-০৩-২০১৪: উৎসব মুখর পরিবেশে জেলার দিঘীনালা উপজেলায় ৫ম দফার উপজেলা পরিষদের ভোট গ্রহন শান্তিপুর্নভাবে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত । সোমবার দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়ে ভোট গননা চলছে। সহকারী রিটানিং অফিসার ও দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহিদ পাভেল বলেন দিঘীনালা উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৯জন। ভাইস চেয়ারম্যান পদে চার আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিন জন। উপজেলার ২৫ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদী।চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ কাশেম(চিংড়ি মাছ),স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন চৌধুরী(দোয়াত কলম), বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন (ঘোড়া), বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খনিরঞ্জন ত্রিপুরা(ব্যাটারী), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ধর্ম্ববীর চাকমা(কাপ-পিরিচ) ইউপিডিএফ ও পিসিজেএসএস সন্তু লারমা সমর্থিত নব কমল চাকমা(হেলিকপ্টার), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র(পিসিজেএসএস-এমএন লারমা) সমর্থিত প্রার্থী চয়ন বিকাশ চাকমা(আনারস), স্বতন্ত্র প্রার্থী প্রিয়দর্শী চাকমা(মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী রিপন চাকমা(টেলিফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র বিদ্রোহী সমর্থিত আ:রহমান (টিউবওয়েল), বিএনপি’র সমর্থিত আ: সালাম(টিয়াপাখী), স্বতন্ত্র সুপ্রিয় চাকমা(তালা) , ইউপিডিএফ ও পিসিজেএসএস-সন্তু লারমা সমর্থিত সুসময় চাকমা(চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-স¦তন্ত্র আফরোজা বেগম (পদ্মফুল) , ইউপিডিএফ’র সমর্থিত সোনালী চাকমা (কলসী) ও পিসিজেএসএস-এমএনলারমা ও সন্তু সমর্থিত গোপা দেবী চাকমা (প্রজাপতি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। দীঘিনালায় ২৫টি কেন্দ্রে ভোট গ্রহন করা হচ্ছে । এতে পুরুষ ৩৪ হাজার ১শ ১২ জন ও মহিলা ৩১ হাজার ৭শ ৬১ জনসহ মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৮ শত ৭৩ জন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার এ উপজেলার ৯ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছিল । খাগড়াছড়ি জেলা রির্টানিং অফিসার এডিসি আব্দুল খালেক এ প্রতীক বরাদ্ধ দেন ।