চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরে শিবিদ রেম্রাচাই মগ শিা ফাউন্ডেশনের উদ্যোগে শিাবৃত্তি ও বির্তক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পান খাইয়া পাড়া সারিপুত্র পালি টোল বৌদ্ধ বিহার হল রুমে সংগঠনের সভাপতি নিংপ্র“ মারমা সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মারমা উন্নয়ন সংসদের সভাপতি চাইথোঅং মারমা। অনুষ্ঠানে মারমা ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মারমা সম্প্রদায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরতঃ গরীব ও মেধাবী শিার্থীদের মাঝে পুরস্কার ও শিা বৃত্তি তুলে দেয়া হয়।