চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম। জেলার আটটি উপজেলার দু’টি করে চ্যাস্পিয়ন দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী খেলায় মহিলাদের বিভাগে পানছড়ি উপজেলার পুজঁগাঙ্গ সরকারী প্রাথমিক ১-০ গোলে মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অন্যদিকে ছেলেদের বিভাগে মহালছড়ি উল্টাছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে পানছড়ি উপজেলার মধুমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ছেলে ও মেয়েদের উভয় দলে মোট ১৬ টি দল অংশ নেয়।
এ সময় অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য চাইথোঅং মারমা, জেলা প্রাথমিক শিা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা উপস্থিত ছিলেন।
Home | খেলাধূলা | খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে