চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনের খ তফসিল সম্পূর্ন বাতিল এবং দেবোত্তর ব্যবস্থাপনা আইন ২০১৩ সম্পর্কিত বিল প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বরে বৃহস্পতিবার দুপুর ৩টায় মানববন্ধন করেছে সংখ্যালঘু নেতৃবৃন্দরা। মানববন্ধনে বিভিন্ন মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৮টি সংগঠন অংশ নেয়।
খাগড়াছড়িতে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে মানবন্ধনে এ সময় বক্তব্য রাখেন, লক্ষী নারায়ন মন্দিরের সাধারন সম্পাদক নির্মল দেব,সনাতন ছাত্র-যুব পরিষদের সভাপতি স্বপন চৌধুরী,সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হারাধন মহাজন, সদর সনাতন যুব পরিষদ সদর শাখার সভাপতি প্রভাত তালুকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. বিধান কানুনগো,আইন বিষয়ক সম্পাদক এড্. রতন কুমার দে প্রমুখ।
বক্তারা বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে ক্রমশই জটিল থেকে পরিস্থিতি জটিলতর হচ্ছে। এ অবস্থায় জটিল পরিস্থিতির অবসান করতে ক অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনটির বে-আইনীভাবে সংযোজিত খ তফসিল সম্পূর্ণভাবে বাতিল করার দাবী জানান বক্তারা। এ সময় নেতা-কর্মীরা ধর্মীয় সংখ্যালঘু স্বার্থবিরোধী আইনে পরিগনিত হবার আশংকা রয়েছে উল্লেখ করে বলেন, বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা তুলে ধরে সরকারকেই দেবোত্তর সম্পত্তির পূনরুদ্ধার ও সংরক্ষণে আইন পাশের উদ্যোগ নিতে হবে বলে জানান।
Home | ব্রেকিং নিউজ | খাগড়াছড়িতে দেবোত্তর সম্পর্কিত বিল প্রত্যাহারের দাবীতে সংখ্যালঘুদের মাবনবন্ধন ও স্মারকলিপি পেশ