Home | সারা দেশ | খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি : ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বৃহস্পতিবার খাগড়াছড়ি সরকারি কলেজে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ।
এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর সবুরসহ বিভিন্ন বিভাগের প্রধানসহ মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার অন্যান্য অতিথিদের নিয়ে মেলার স্টল গুলো ঘুরে দেখেন।
মেলায় জেলা সদরের সরকারি-বেসরকারি ৬টি বিদ্যালয় থেকে ৪১টি প্রজেক্ট এবং ২টি কলেজ থেকে ৭টি প্রজেক্ট আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের তদন্ত, কালিয়াকৈরে সহকারী দুই শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ

গাজীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সেওড়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ...

গাইবান্ধায় আমার বাংলা বিদ্যাপীঠে অগ্নিকান্ডে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি

সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা ...