ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনায় সহিংস ঘটনা ছাড়া বিএনপিসহ ১৮ দলের ডাকে সকাল সন্ধ্যা ঢিলে ঢালা ভাবে পালিত হয়েছে। জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। হরতাল সমর্থকরা সকালে রূপসা উপজেলায় সেনের বাজার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিােভ করে। হরতাল চলাকালে বিএনপি’র কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছিল। দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু অবস্থান করছিলেন। শহরে বেলা বৃদ্ধির সাথে সাথে যানবহন চলাচল বৃদ্ধি পেয়েছে। হরতালের পে জামায়াত, বিএনপি খন্ড খন্ড ঝটিকা মিছিল করেছে। হরতালের বিপে যুবলীগও বিােভ মিছিল বের করেছে। দূরপাল্লার যানবহন চলাচল না করলেও নৌযান ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ বিােভ কর্মসূচীতে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা গুলিবিদ্ধ ও আহত হওয়া এবং দেশব্যাপি যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দল খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে। পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ৬ হরতাল সমর্থক পিকেটারকে আটক করে। তারা হলেন, ছাত্রদল নেতা অয়ন, বাপ্পী, শহিদুল এবং খানজাহানআলী থানা যুবদল নেতা মাহফুজ মোড়ল, বিএনপি নেতা ওলিয়ার রহমান ও ছাত্রদল নেতা পলাশ। সকাল থেকে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে প্রবেশের সকল পথ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখ পুলিশ। দুপুর ১২টা পর্যন্ত সেখানে কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি। এরপর কড়াকড়ি শিথিল হলে হরতালের সমর্থনে একটি সমাবেশ করেছে বিএনপি। নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এম নূরুল ইসলাম দাদু ভাই। বক্তব্য রাখেন, মনিরুজ্জামান মনি, সৈয়দা নার্গিস আলী, অধ্যাপক আমীর আলী, রেহেনা ঈসা, ফখরুল আলম, অধ্য তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, মাহবুব কায়সার, আবু হোসেন বাবু, নজরুল ইসলাম বাবু, মোল্লা খায়রুল ইসলাম, শফিকুল আলম তুহিন, শের আলম সান্টু, মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, ইকবাল হোসেন খোকন, হাসিবুল হক বাবলা, সাজ্জাদ আহসান পরাগ, মাসুদ পারভেজ বাবু, জালু মিয়া, সাঈদ হাসান লাভলু, কে এম হুমায়ুন কবির, শফিকুল ইসলাম হোসেন, একরামূল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, আব্দুল আজিজ  সুমন, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আরিফুজ্জামান আরিফ, কামরান হাসান, এবাদুল হক রুবায়েদ, মীর কবির হোসেন, মহিউদ্দিন টারজান, আসিফ ইকবাল লিটন, নিঘাত সীমা, শেখ আব্দুল জব্বার, আফজাল হোসেন পিয়াস, মেজবাহউদ্দিন মিজু,  বাচ্চু মীর, শহীদ খান, শমসের আলী মিন্টু, হাফিজুর রহমান মনি, ওমর ফারুক, মোস্তফা কামাল, নাসির খান, উত্তম কুমার, জিএম রফিকুল হাসান, সাব্বির হোসেন, ময়েজউদ্দিন চুন্নু, শাকিল আহমেদ, মাহবুব হাসান পিয়ারু, আতিকুর রহমান তিতাস প্রমুখ।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...