এস. এম. শামীম, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি, ৫ মার্চ বিডিটিুডে ২৪ডটকমঃ জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। দোকানপাট বন্ধ ছিল, স্কুল-কলেজ খোলা থাকলেও কোন ক্লাস হয়নি, ব্যাংক-বীমা খোলা থাকলেও লেনদেন হয়নি। রাস্তায় কোন প্রকার যানবাহন চলাচল করেনি। সকাল ৯’টার দিকে পিকেটাররা বিএনপি’র কার্যালয়ের পাশে ও টিএন্ডটি সংলগ্ন রাস্তায় দু’টি মোটর সাইকেল ভাংচুর করেছে। উপজেলা প্রশাসনের কার্যালয় খোলা থাকলেও সীমিত আকারে কাজকর্ম হয়েছে। এছাড়াও ক্ষেতলালের ফাঁসিতলা, চৌমুহনী, মধুপুকুর ও শিবপুর এলাকায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। এদিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপি’র এক বিশাল মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফ আলী মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা, সিনিয়র সহ-সভাপতি রুমি চৌধুরী, বিএনপি নেতা আজাদুল ইসলাম আজাদ, তৌহিদ এনাম শালীন, নাফিউল হাদী মিঠু প্রমুখ।