বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের উঠতি তারকাদের একজন নুসরাত ফারিয়া মাজহার। নায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে পরিচয় করিয়ে দেয়। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতে প্রথম অভিনয় করেন ডিজে হিসেবে কাজের মধ্যদিয়ে গণমাধ্যমে আসা এ অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তি পায় ফারিয়া ও কলকাতার অঙ্কুশ হাজরা অভিনীত ‘আশিকী’।
কিন্তু ‘আশিকী’ নুসরাতের প্রথম ছবি নয়। এর আগে ২০১৪ সালে পরিচালক রেদওয়ার রনির ‘মরীচিকা’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কোনও এক অজ্ঞাত কারণে সেই ছবিতে অভিনয় করতে পারেননি নায়িকা। বরং কিছুদিন পর ছবির নাম ও পাত্র-পাত্রী পরিবর্তন করে নতুন নামে ছবির কাজ শুরু করেন পরিচালক রেদওয়ান রনি। ক্যারিয়ারের প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হয়েও কাজ করতে না পারাকে ‘ঠকা’ ছাড়া আর কি ই বা বলা যায়।
ফারিয়া অভিনীত ছবিগুলো হচ্ছে, ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’ ও ডিটেকটিভ’। তার অভিনীত সবগুলো ছবিই ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার। এর মধ্যে তিনটি ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। বাকি তিন ছবির নায়ক হলেন কলকাতার সুপারস্টার জিৎ, অঙ্কুশ হাজরা ও ওম।
অভিনেত্রী ছাড়াও আরও পরিচয় আছে নুসরাত ফারিয়ার। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত মডেল ও উপস্থাপক। ২০১১ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ও ব্যয়বহুল আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ উপস্থাপনা করেছিলেন তিনি। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটিতে ফারিয়ার উপস্থাপনা নজর কাড়ে সবার। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড কণ্ঠশিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করেও দারুণ প্রশংসিত হন তিনি।
এছাড়াও নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে একটি ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেছেন। দীর্ঘদিন পর গতকাল সোমবার দুপুরে ঢাকা ক্লাবে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক ও প্রযোজকদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘চলচ্চিত্র ফোরাম’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফারিয়া। উপস্থাপনায় তার সঙ্গে ছিলেন বাংলা সিনেমার প্রিয়দর্শিণী হিসেবে খ্যাত নায়িকা মৌসুমী।