বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর কাপুর বলেছেন ক্যাটরিনা তার জীবনের একটি বড় অংশ দখল করে আছে। কিন্তু ক্যাটরিনার সম্পর্কে গণমাধ্যমকে কিছু বলতে অনীহা প্রকাশ করেন এ অভিনেতা।
ঋষি কাপুর তনয় আরো বলেন,‘আমার জীবন কোন রিয়েলিটি শো না যে এটা নিয়ে এত মাতামাতি হবে। তবে এটা সত্য ক্যাটরিনাকে আমি ভালোবাসি এবং আমার জীবনের একটি বড় অংশ দখল করে আছে সে।’
কিছুদিন আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোনের সঙ্গে ডেট করা এই অভিনেতা বলেন, বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই অবশ্যই যাকে ভালোবাসি তাকে বিয়ে করা উচিত।
রনবির বলেন, ‘মেয়েদের বিষয়ে গণমাধ্যমের সাবধানতা অবলম্বন করা উচিত এবং সম্মান দেখানো উচিত। এছাড়াও আমি আমার আগের সম্পর্কের ব্যাপারে যেমন খোলামেলা কথা বলেছি এখনো বলছি। আমি বলছি না যে আমাকে নিয়ে লেখালেখি করা যাবেনা তবে একটা সীমারেখা সবারই মেনে চলা উচিত বলে আমি মনে করি।’ রনবির এখন অনুরাগ ক্যাশ্যপের বেশরম ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।