বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোনে এখন বলিউডের ‘হট ফেভারেট গার্ল’। সম্প্রতি দীপিকার ‘চেন্না এক্সপ্রেস’ ব্লকবাস্টার হিট করেছে। চেন্নাই এক্সপ্রেস বলিউডের বস রেকর্ড ভেঙ্গেছে।
এই সুযোগে নিজেকে এক ধাপ উপরে নিয়ে গেলেন দীপিকা। ভারতীয় পত্রিকা মিড ডে জানিয়েছে, সম্প্রতি একটি সাবানের বিজ্ঞাপনের অফার পান দীপিকা। বিজ্ঞাপনের জন্য দীপিকা ছয় কোটি রুপী দক্ষিণা দাবি করছেন। এই একই বিজ্ঞাপন করার জন্য ক্যাটরিনাকেও অফার করা হয়েছিল। ক্যাট ঐ বিজ্ঞাপনের জন্য চার কোটি রুপী দক্ষিণা চান।
ঐ একই ব্র্যান্ডের একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মডেল হয়ে ক্যাটরিনা চার কোটি রুপী নিয়েছিলেন।
মিড ডের রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যে ঐ কোম্পানি দীপিকার জন্য ছয় কোটি রুপী দক্ষিণা দিতে রাজী হয়েছে।
এর আগে সোনম কাপুর ঐ একই কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়ে দুই কোটি রুপী দক্ষিণা নেন।