এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুল ছাত্রী (১০) ধর্ষিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা ৪৭ নং চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেলীর ছাত্রী। ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করছে এলাকার প্রভাবশালী মহল।
ধর্ষিতার পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে স্কুলের মাঠে বান্ধবীদের সাথে খেলা শেষে ধর্ষিতা একা বাড়ি ফিরছিল। এ সময় ওই গ্রামের ফায়েক হাওলাদারের বখাটে ছেলে রাহান হাওলাদার (২০) ধর্ষিতার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে ওই স্কুল ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনার পর ধর্ষক পালিয়ে যায়। জ্ঞান ফিরে পেয়ে ধর্ষিতা বাড়ি গিয়ে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। ধর্ষিতা ওই স্কুল ছাত্রীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বুধবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাঃ রিনা রানী সাহা বলেন, ধর্ষিতার অবস্থার উন্নতি হচ্ছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-ধর্ষিতাদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
অপরদিকে এ ঘটনাটি ধামাচাপা দেবার জন্য এলাকার এক শ্রেরীর প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে।