কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপড়ায় শ্রেণি কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে দুই ছাত্র-ছাত্রীকে বহিস্কার করার সিন্ধান্ত নিয়েছে বিদ্যায়ল কর্তৃপক্ষ। শনিবার (৪ আগস্ট) উপজেলার সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যায়ল ও কলেজে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র কাইয়ুম মোল্লা স্কুল শাখার সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে কলেজ ভবনের দ্বিতীয় তলায় একটি নির্জন কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হয়। কলেজ শাখার দুই ছাত্র এ ঘটনা দেখে শিক্ষকদের গিয়ে জানান।
শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক মো: জিয়াউর রহমান ও ইজাবুল লস্কর ওই কক্ষে গিয়ে ওই ছাত্র-ছাত্রীকে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসেন। এ ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ দুই ছাত্র-ছাত্রীর অভিভাবককে ডেকে তাদের হাতে ওই দুই ছাত্র-ছাত্রীকে তুলে দেন।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি দেখে ফেলা ওই দুই ছাত্র বলেন, কাইয়ুম মোল্লা ও তার বন্ধুরা এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা শিক্ষকদের জানিয়েছি। কিন্তু কোন প্রতিকার পাইনি। এতে এই প্রতিষ্ঠানের শিক্ষা ও শৃংঙ্খলা বিনষ্ট হচ্ছে।
শিক্ষক জিয়াউর রহমান বলেন, অধ্যক্ষ স্যারের নির্দেশে আমি ও আমার এক সহকর্মী দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র কাইয়ুম এবং সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্যারের কক্ষে নিয়ে আসি।
অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস বলেন, আমি নিজ চোখে কিছু দেখেনি। তবে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আমার দুই শিক্ষক ওই দুই ছাত্র-ছাত্রীকে আমার কাছে নিয়ে আসে। আমি ছাত্র-ছাত্রীদের মুখ থেকে যতটুকু শুনেছি তাতে এই দুই ছাত্র-ছাত্রীকে এই প্রতিষ্ঠানে রাখলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই শিক্ষকদের নিয়ে আলাপ-আলোচনা করে ওই দুই ছাত্র-ছাত্রীকে বহিস্কারের সিন্ধান্ত নিয়েছি।
[প্রিয় পাঠক–পাঠিকা আপনিও বিডিটুডে২৪ ডট কম এর অংশ হয়ে উঠুন। সমকালীন ঘটনা, সমাজের নানান সমস্যা, জীবনজাপনে সঙ্গতী–অসঙ্গতীসহ বিভিন্ন বিষয়ে বস্তনিষ্ঠ ও অপনার যৌক্তিক মতামত লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-bdtoday24@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]