কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ আর মালিক সীডের আমদানিকৃত পাকিজা তরমুজের বীজ মেলা ও রেলী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ জানুয়ারি) উপজেলার কলাবাড়ী ইউনিনের চকপুকুরিয়া বাজারে পাকিজা বীজ ডিলার বিনয় কৃষ্ণ মজুমদারের নেতৃত্বে বেলা ১১টায় চকপুকুয়িা বাজারে অবস্থিত পাকিজা তরমুজ বীজের স্টল থেকে রেলী শুরু করে প্রায় ঘন্টা ব্যাপী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বীজ স্টলে এসে রেলী শেষ হয়।
রেলী শেষে সীডের এরিয়া ম্যানেজার সঞ্জয় পাল মার্কেট ডেভলপমেন্ট মাদারীপুর,এরিয়া ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম সেলস এ্যান্ড মার্কেটিং মাদারীপুর, মোঃ ফিরোজ সরদার এমডিই গোপালগঞ্জ ও মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শতাধিক কৃষক বৃন্দ ।
বক্তব্যে মোঃ ফিরোজ সরদার বলেন, এর আর মালিক সিডের আমদানীকৃত বীজ কৃষক বান্ধব বীজ,এই পাকিজা তরমুজের বীজ লাগালে কৃষক মরে না, চকপুকুরিয়া এলাকায় আমাদের মেলা দুই দিন আনুষ্ঠিত হবে।