কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে নির্মিত বহুতল ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ন চন্দ্র দাম, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী উপস্থিত ছিলেন।
এর আগে মো: আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন