স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের সাবেক লেগ স্পিনার আবদুল কাদির বলেছেন, ডেভ হোয়াইমোর প্রধান কোচ না থেকে পরামর্শক হিসেবে কাজ নিয়োগ হওয়া উচিত।
বর্ষীয়ান সাবেক লেগ স্পিনার স্থানীয় একটি একটি বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে বলেন, স্থানীয় একজন কোচের অধীনে জাতীয় দল ভালো করতে পারে বলে আমি সব সময়ই বিশ্বাস করে আসছি। দলের জন্য স্থানীয় কোচ নিয়োগ দিতে হবে এবং দলের পরামর্শক হিসাবে হোয়াটমোরকে নিয়োগ দিতে হবে।
জাতীয় দলে মেধাবী খেলোয়াড় নেয়ার জন্য ঘরোয়া ক্রিকেট পর্যবেক্ষণ করতে কিছু কর্মকর্তা নিয়োগ করার জন্যও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নাজাম শেঠিকে পরামর্শ দেন।
তিনি আরো বলেন, এ সব কর্মকর্তা ঘরোয়া ক্রিকেটে অনুর্ধ্ব-১৩, অনুর্ধ্ব-১৬ এবং অনুর্ধ্ব-১৯ দলের খেলা পর্যবেক্ষণ করবে এবং তাদের সঠিকভাবে মেধা বিকাশে সাহায্য করবে। যাতে বয়স ২০ বছর হলেই তারা পুরোপুরিভাবে ক্রিকেটের পরিপক্কতা অর্জন করতে পারে।
এছাড়া পাকিস্তান ‘বি’ দল গঠনেরও পরামর্শ দেন কাদির। তার মতে জাতীয় দলের ভবিষ্যত বদলি খেলোয়াড় হিসাবে এই ‘বি’ দলের খেলোয়াড়দেরই জায়গা দেয়া যাবে।