খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগ কর্তৃক দুই দিনব্যাপি আইপিই উৎসব শুরু হয়েছে।
শুক্রবার (০৭ ডিসেম্বর) সকাল ৮ টায় র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ্যাকটিং ভাইস-চ্যান্সেলর ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন আইইএম বিভাগের বিভাগীয় প্রধান ও আইইএম এসোসিয়েশনের সভাপতি ড. আজিজুর রহমান। উৎসবের ১ম দিনে র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী প্যারালাল সেশনে কেস স্ট্যাডি, পোস্টার প্রেজেনন্টেশন, গেমিং কনটেষ্ট অনুষ্ঠিত হয় এবং ২য় দিনে ক্যাড কম্পিউটিশন, জব সেমিনার, পুরস্কার বিতরণী, সংস্কৃতিক সন্ধ্যা ও গ্র্যান্ড ডিনার অনুষ্ঠিত হবে।
উৎসবের স্পন্সর ও পার্টনার হিসেবে রয়েছে ওয়ালন্টন গ্রুপ (হোম এ্যাপ্লায়েন্স), টিসিএমএল, এসবিএসি ব্যাংক, তাইপেই বাংলা, অন্যরকম, গিগাবাইট, আব্দুল মোনেম লিঃ, নিউজ ২৪ এবং কুয়েট রেডিও।