অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন চাদঁ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাব হোসেন চাঁদ কুড়িগ্রাম থেকে মোটর সাইকেলযোগে রংপুরে যাওয়ার পথে রংপুরের মীরবাগ নামক এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
ফধঃব-০৮-০৫-২০১৮
Tagged with: কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন চাঁদ নিহত