অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে পুলিশ সুপার মেহেদুল করীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর সার্কেল মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং এর সহসভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।সভায় কমিউনিটি পুলিশিং সম্পর্কে ধারনা প্রদান, কমিটি সম্পর্কে আলোচনা, কর্মকান্ড, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের আবশ্যকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষা কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Tagged with: কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত