কুড়িগ্রাম প্রতিনিধি : ২০১৮ সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,অপরাধ নিয়ন্ত্রন,দক্ষতা,কর্তব্যনিষ্টা,সততা ও শৃংখলা মুলক আচরণের মাধ্যমে প্রসংসনীয় অবদানের জন্য কুড়িগ্রমের মেধাবী ও সুযোগ্য পুুলিশ সুপার মেহেদুল করিম ”রাষ্ট্রপতি পুলিশ পদক” (পিপিএম-সেবা) পদকের জন্য মনোনীত হয়েছেন।
এ ব্যাপারী পুলিশ সুপার মেহেদুল করিম জানান,আগামী ৪ঠা ফেব্রয়ারী’১৯ ইং ঢাকায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পদক গ্রহন করবেন।