মোঃ রয়েল আহমেদ রনী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আর্ন্তজাতিক পিলার নং ঃ ৯৪৬ এর ৫ এস এর পাশ দিয়ে ভারতে পাচার করার সময় বাংলাদেশী নারী শিশুসহ একই পরিবারের ৪ জনকে আটক করেছে ১২৪ বিএসএফ ঝিকরী বিওপির টহলরত সদস্যরা । বর্ডার গার্ড বাংলাদেশ ও গ্রামবাসীর সূত্রে জানা যায় উপজেলার চন্দ্রখানা গ্রামের বাচ্চা বর্মনের ছেলে রতন কুমার(৩৮) স্ত্রী সাবেত্রী রানী(২৫), মেয়ে রতনা রানী(১২), বর্ণা রানী(৮) সীমান্তবর্তী দালালের মাধ্যেমে ভাল কাজের প্রলভন দেখিয়ে গতকাল বুধবার ভোর রাতে ভারতে পাচার করে দিলে বিএসএফ তাদেক আটক করে। পরে বিষয়টি ৪৫ কুড়িগ্রাম বিজিবি’র কাশিপুর কোম্পানী জানতে পারলে ওই দিনই বিকাল সাড়ে ৫টায় বিএসএফকে বাংলাদেশীকে ফেরত চেয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবি পত্র দিলেও বিএসএফ সাফ জানিয়ে দেয় আটককৃতদের মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ প্রসঙ্গে ৪৫ বিজিবি কুড়িগ্রাম কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন জানান, জানতে পেরেছি বিএসএফ তাদেরকে থানায় সোপর্দ করেছে।