স্টাফ রিপোর্টার : নিয়ম বহির্ভূতভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. কামাল উদ্দিন বলেন, বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানলাম। তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না।