কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : চাকরির দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক ভবনে তালাসহ বিশ্ববিদ্যালয়ের সব বাস বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। সোমবার বেলা ১১টার দিকে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়সহ প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তালা দেয়ার আগে তারা প্রশাসনিক ভবনের সব অফিস বন্ধ করে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব বাস বন্ধ করে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। পরে দুপুরে ছাত্রলীগ ও কর্তৃপ আলোচনায় বসে। এ সময় ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার তার কার্যালয়ে ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর আলম জানান, চাকরি প্রত্যাশীরা প্রভাব বিস্তার করতে প্রশাসনিক ভবন বন্ধ করে দেয়। তবে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। পরে কর্তৃপ তাদের সঙ্গে আলোচনায় বসেছে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপ অর্থ ও হিসাব বিভাগ অফিসে সহকারী হিসাব পরিচালক পদে একজন, প্রোভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার অফিস ও পরীা নিয়ন্ত্রক অফিসে শাখা কর্মকর্তা চারজন, প্রকৌশল অফিসে সহকারী প্রকৌশলী পদে একজন, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিয়ারিং বিভাগে উচ্চমান সহকারী পদে একজন, বায়োটেকনিকাল অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ নিম্নমান সহকারী পদে একজন ও অর্থ হিসাব বিভাগে রেকর্ডকিপার পদে একজন নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। প্রায় পাঁচ হাজার আবেদনকারী নয়টি পদের বিপরীতে অবেদনপত্র জমা দেয়। নিয়োগ প্রক্রিয়াটি চলমান রয়েছে। এরপর থেকে চাকরির আশায় ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপকে নানাভাবে চাপ দিয়ে আসছে।