কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি : জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রায় ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। মঙ্গলবার বিকেল ৫টায় বিজিবি মোতায়েনের পর বিশ্ববিদ্যালয় ও তার আশপাশ এলাকায় বিজিবি টহল দিচ্ছে। বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করবে। বিজিবি কুষ্টিয়া সেক্টরের জিএসও টু মেজর নাহিদুজ্জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।