কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায়-ঝিনাইদহ মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই মহাসড়কের ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিপে করে। পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে হরতালের সমর্থনে শিবির কর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় সরকার বিরোধী সেøাগান দিয়ে বিােভ প্রদর্শন এবং গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ এসে বাধা দিলে উভয় পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিপে করলে হরতাল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ সড়কে থেকে গাছের গুড়ি অপসারণ করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, শিবির কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, সব ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।