কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার সদর উপজেলায় অর্পা রানী (৮) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার সন্ধ্যায় শহরের আড়–য়াপাড়া এলাকায় নিজ বাড়ির পরিত্যাক্ত বাথরুম থেকে তার মুখ ও হাত-পা বাঁধা লাশ উদ্বার করেছে। নিহত অর্পা স্থানীয় শহীদ দিদার কিন্টারগার্ডেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও আড়–য়াপাড়ার বাসিন্দা স্বপন পালের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে অর্পা নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে শনিবার সন্ধ্যায় ওই বাড়ির পরিত্যাক্ত একটি বাথরুম তালাবদ্ধ দেখে এলাকাবাসির সন্দেহ হয়। পরে বাথরুমের তালা ভেঙে অর্পার মুখ ও হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। কুষ্টিয়া মডল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, শিশুটি নিখোঁজের পর একই বাড়ির ভাড়াটিয়া তপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপন এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী স্বপন বেশ কয়েক বছর ধরে একমাত্র সন্তান অর্পা রানি ও স্ত্রীকে নিয়ে আড়–য়াপাড়ার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।