কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৫টি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে। সোমবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা ঠাকুরপাড়া গ্রামের্ রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫ বাড়ির ১০টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। এলাকাবাসী জানায়, সোমবার রাতে আজু পাগলীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে তা পর্যায়ক্রমে আব্দুল বারেক, ওয়াজ ফকির, আনজিরা খাতুন ও আব্দুল মতিনের বাড়িতে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে নেওয়ার আগেই ওই এলাকার ১০টি ঘর পুড়ে সম্পূর্নরুপে ভষ্মিভূত হয়। এতে প্রায় ১০ ল টাকা তি হয়েছে বলে তিগ্রস্থরা জানিয়েছেন। বর্তমানে তারা খোলা আকাশের নীচে বসবাস করছে। এদিকে আগুনে তিগ্রস্থদের মাঝে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক মঙ্গলবার দুপুরে ২০কেজি করে চাল সরবরাহ করেছেন।