কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় শাটল ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে জাফর আলী (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়ার বড় বাজার রেল স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। পোড়াদাহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, নিহত জাফর ও তার এক বন্ধু ট্রেনের ছাদে ছিল। ট্রেন বড় স্টেশনে থামার জন্য গতি কমালে জাফর এক বগি থেকে অপর বগিতে যাওয়ার জন্য লাফ দেয়। এসময় ট্রেন দাঁড়িয়ে পড়লে সে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত জাফর কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিশপুর গ্রামের ছলিম আলীর পুত্র। সে সপ্তম শ্রেণীর ছাত্র।