কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে ট্রলি চাপায় ওয়াফি (৪) নামে এক শিশুর নিহত হয়েছে। রোববার (১৭সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাল পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ওয়াফি ধুবইল গ্রামের মাসুদ আলীর ছেলে। স্থানীয় ধুবইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন জানান, ওয়াফি সকালে বন্ধুদের সাথে খেলা করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা টলি চাপা দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ভেড়ামারা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে গেছে।