কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চলছে জুয়া খেলা। জানাগেছে, কুষ্টিয়া শহরের এসসিবি রোডের লোহা পট্টি, বড় রেলষ্টেশন, স্বর্ণ পট্টিসহ বিভিন্ন স্থানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলা হচ্ছে। অন্যদিকে মিরপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসার উপজেলার বিভিন্ন স্থানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। এসব জুয়াড়ীরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাকে টার্গেট করে এখন জুয়া খেলায় মেতে উঠেছে। সূত্রমতে, বড় রেলষ্টেশনের চায়ের দোকান গুলিতে রয়েছে টেলিভিশন। এসব দোকানে বসে খেলা দেখা হয়। আর এসময় দু’জন দু’দলের সমর্থন করে। আর শুরু হয় এনিয়ে বাজি বা জুয়া খেলা। আর এর জন্য এক জন মাধ্যম হয়, যার কাছে টাকা রাখা হয়। পরে যে যেতে তার হাতে টাকা দিয়ে দেয়া হয়। আর এর জন্য যার কাছে টাকা রাখা হয় সেও কমিশন পেয়ে থাকে। এভাবে দিনের পর দিন চলছে জুয়া খেলা। শুধু এ স্থানেই নয় স্বর্ণ পট্টিসহ বিভিন্ন স্থানে এ ধরণের জুয়া খেলা এখন নিয়মিত হচ্ছে। আর এতে করে অনেকে বিপদ গামী পথ বেছে নিচ্ছে এমনটিও জানাগেছে। এমনকি মোবাইল সেট বন্ধক রেখেও জুয়া খেলা হয়ে থাকে। এসব কারনে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড। এখনই এসব জুয়া খেলা বন্ধ করতে পদক্ষেপ না নিলে, আইনশৃংখলা পরিস্থির অবনতির আশঙ্কা করছে সুধিমহল।