কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশী রিভলবার ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার কুমুরপুর খেয়াঘাটে অভিযান চালিয়ে তসলিম (৪০) ও সিদ্দিক কাজী (৪২) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে বিদেশী তৈরী রিভলবার ও ১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা। র্যব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পদ্মা নদীর কুমুরপুর খেয়াঘাটে অভিযান চালায়। এসময় তসলিম ও সিদ্দিক কাজীকে আটক করা। পরে তাদের নিকট থেকে একটি বিদেশী রিভলবার ও ১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তসলিম পাবনা জেলার চর সাদিরাজপুর গ্রামের মৃত জোরান মুন্সি এবং সিদ্দিক কাজী একই জেলার চর রাধাক্রান্তপুর গ্রামে মৃত আয়েনুদ্দিন কাজীর ছেলে।