কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকসার ধাক্কায় রাফি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭নভেম্বর) দুপুরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফি একই এলাকার রিপন ম-লের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাফি বাড়ির পার্শ্ববর্তী রাস্তা পার হওয়ার সময় মিরপুর থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী একটি অটোরিকসা তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই রাফি মারা যায়।
c