কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে নসিমন উল্টে বেলেজান খাতুন (৪২) নামের এক মহিলা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাতলামারী ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেলেজান খাতুনসহ ৫ জন গাংনীতে চিকিৎসার জন্য নসিমনযোগে রওনা হয়। নসিমনটি কাতলামারী ব্রিজের নিকট পৌছালে সড়কের স্পীড ব্রেকারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৫ জন যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলেজান খাতুন মারা যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।