কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে আমদানীকৃত ৫০০ মেগাওয়াট নির্মানাধীন বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের দুটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টার যোগে প্রায় ১৮ সদস্যর প্রতিনিধিদল ভেড়ামারায় এসে পৌছান এবং কেন্দ্রটির সর্বশেষ কাজের অগ্রগতি পর্যবেন করেন। প্রতিনিধি দলটি ৩ ঘন্টা অবস্থান করে কেন্দ্রে’র প্রতিটি স্তরে কাজের খোঁজ খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। ভারতীয় প্রতিনিধি দলের ডেপুটি হাইকমিশনার স্বন্দীপ চক্রবর্তী, ভারতের সাবেক বিদ্যুৎ সচিব আর বি শাহী, বাংলাদেশের অর্থনৈতিক সর্ম্পকিত বিভাগের সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব মনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, গ্রীড আন্তঃ সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক আলমগীর হোসেনসহ প্রায় ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। গ্রীড আন্তঃ সংযোগ প্রকল্পের উপ-ব্যবস্থাপক গৌতম কুমার পাল বলেন, প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্রের প্রতিটি স্তরে কাজের খোঁজ খবর নেন। অবকাঠামো নির্মান এবং অনান্য কাজের প্রায় ৯০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কাজের মান এবং অগ্রগতি দেখে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন। আগামী অক্টোবর মাসের মাঝামঝি সময়ের যে কোন দিন দুই দেশের প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসবেন বলে তিনি জানান।